বাংলা ভাষার আন্তর্জাতিকরণের ইতিহাস

এখুন সারাবিশ্ব মাতৃভাষা দিবস পালন করি।কিভাবে বাংলা ভাষা আন্তর্জাতিকরণের মাতৃভাষা দিবস হয় তার ইতিহাস আজ আলোচনা ‍ করবো এখানে। 
বাংলা ভাষার আন্তর্জাতিকরণের : কানাডার ভ্যাংকুভারে বসবাকারী দুই প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুস সালা্মের েএকটা বিষয় লক্ষ যে, জাতীয়সংঘের কোন সংস্থা এখনও মাতৃভাষা দিবস বলে কোন দিবস পালন করে না। আর তাই তারা সিদ্ধান্ত নেয় ২১ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেবে। তাই তারা বাংলাদেশের ভাষা আন্দোলন করুন ইতিহাস লিখে ১৯৯৮ সালের ৯ জানুয়ারিতে তৎকালীন জাতীয়সংঘের মহাসচিব কফি আনানের নিকট একটি পত্র লেখেন।সেই পত্রে তারা ১৯৫২ সালে বাংলাদেশের সংগঠিত ভাষা আন্দোলনের ঘটনাবলী ও এর গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের ভাষা দিবস(শহীদ দিবস) “২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণার আবেদন জানান। 

No comments

Theme images by luoman. Powered by Blogger.